পীরগঞ্জ, ঠাকুগাঁও প্রতিনিধি।।
“শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশু শ্রম বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
সোমবার সকালে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও’র সিএলএমএস প্রকল্পের আওতায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সহযোগীতায় উপজেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। এরপরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা হয়।
এতে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লা আল রিফাত, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান মখলেসুর রহমান চৌধুরী, ইএসডিও সিএলএমএস প্রকল্পের উপজেলা ম্যানেজার অগ্নিশিখা রায়, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, টেকনিকাল ম্যানেজার রওশন জামাল চৌধুরী সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এফআর/অননিউচজ