ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নয়ন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ ঠাকুরগাঁও সড়কের তেঁতুলতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর এলাকার একরামুল হক চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও গামী একটি পণ্য বাহী কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জের দিকে আসছিলেন তেঁতুল তলা নামক স্থানে পৌঁছালে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।