ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড (পীরগঞ্জ) এর সদস্য প্রার্থী মোঃ গিয়াস উদ্দীন পীরগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এ সভা হয়। এতে বক্তব্য দেন, পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু প্রমূখ। সভায় গিয়াস উদ্দীন বলেন, সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য সদস্য পদে নির্বাচন করছেন তিনি।
তার মার্কা বৈদ্যুতিক পাখা। উপজেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের সহযোগীতা চান তিনি। এ সময় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, দলোয়ার হোসেন সরকার। সাংবাদিক আব্দুল আলিম, মনসুর আলী, বাদল হোসেন, ফাইদুল ইসলাম, লাতিফুর রহমান লিমন, সবুজ আহাম্মেদ সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।