পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে র্যালী, আলোজনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়বাড়ি স্কুলে এ কর্মসূচী পালন করা হয়। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) হেক্স ইপার প্রকল্পের র্যালী শেষে বড়বাড়ি কারিতাস স্কুল চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ও সাইদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, শাহ মোহাম্দ আমিনুল হক, কাচেন্দ্র নাথ, রওশন জামান
চৌধুরী, অরুন রায়,সামসুত তাবরিজ, খাইরুল কিসকু, ক্লারা টুড়–, প্রমুখ।
এসকেডি/অননিউজ