ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সামাজিক-সম্প্রীতি সুসংহতকরণ ও অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদঅডিটোরিয়ামে এ সভা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, উপজেলা পরিষদ মসজিদের ইমাম নূর আব্দুল্লাহ
প্রমূখ।
এ সময় এএসপি সার্কেল আহসান হাবিব, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায় সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদের ইমাম, পুরোহিত, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।