সিলেট বাসদ অফিসে ব্লক রেইড দিয়ে রিকশা শ্রমিক নেতাকর্মীসহ সিপিবি জেলা নেতা অ্যাড. আনোয়ার হোসেন সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি মাসরুক জলিল, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল ও শান্তা তালুকদারকে আটক করে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
বুধবার বিকেল পৌর শহরের পূর্ব চৌরাস্তায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন আয়োজনে এ সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্ট সাধারণ সম্পাদক অ্যাড: আবু সায়েম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মর্তুজা আলম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিন, রিক্স-ভ্যান- ইজিবাইক শ্রমীক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সালেহ সিহাব, উপজেলা রিক্স-ভ্যান- ইজিবাইক শ্রমীক ইউনিয়নের সভাপতি নুর ইসলাম, সাগর, জাহাঙ্গীর প্রমুখ।