সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে ঘড়ে বসে ডিজিটাল সেবা প্রাপ্তি বিষয়ে মহিলাদের নিয়ে উঠান বৈঠক হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাও জেলা শাখার সভাপতি তাহমিনা হক মোল্লা, উপজেলা তথ্য আপা মুন্নি আকতার, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ।
বৈঠকে অনলাইনে মাধ্যমে চাকরির আবেদন পত্র পুরণ, ভর্তি পরীক্ষার ফরম পুরন, বিভিন্ন পরীক্ষার ফলাফল, কৃষি শিক্ষা, ব্যবসা, আইনী পরমর্শ, চিকিৎসা সহ নানা ডিজিটাল সেবা নিয়ে আলোচনা করা হয়।