পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাাঁওয়ের পীরগঞ্জে ৬ হাজার ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গোলাম রব্বানী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রবিবার সন্ধার আগে পৌর শহরের গুয়াগাঁও এলাকা থেকে মাদক সহ তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া গোলাম রব্বানী জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউড়ঝাড়ি শুটকিয়াপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ তিনি রবিবার বিকালে পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উক্ত গোলাম রব্বানীকে আটক করে এবং তার হাতে থাকা একটি কমলা রঙের কাপড়ের ব্যাগ তল্লাসী করে ৬ হাজার ৩০ পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা সহ গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে পীরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম। পুলিশ জানায়, গোলাম রব্বানী একজন মাদক ব্যববায়ী। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ