তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম তাদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা বৈরচুনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ছাড়া উপজেলার সকল ইউনিয়নের সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ নিয়েছেন। মাদক মামলায় শাহজাহান জেলে থাকায় উপস্থিত থাকতে পারেন নি। গত ২৮ ডিসেম্বর ৬২২ পিস ইয়াবা সহ তাকে এবং তার এক সহযোগীকে সদর উপজেলার আমতলী এলাকা থেকে আটক করে র্যাব-১৩। তখন থেকে ঠাকুরগাও জেল হাজতে আছেন তিনি।
অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগন ছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে একজন অনুপস্থিত থাকার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, নির্বাচিত ঐ সদস্য পরে শপথ নিবেন। নিয়ম মতে নির্বাচনের ১২০ দিনের মধ্যে যে কেউ শপথ নিতে পারবেন। এ সময়ের মধ্যে শপথ নিতে হবে। না পারলে নব নির্বাচিত ঐ সদস্য আইনী জটিলতার মধ্যেও পড়বেন বলে জানান ইউএনও ।