হবিগঞ্জের মাধবপুরের দলগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের জহির মিয়ার ছেলে শিশু আরিফ মিয়া (৫) এবং একই গ্রামের নাজির মিয়ার মেয়ে কারিমা আক্তার (৭)। তারা সম্পর্কে আপন ফুফু এবং ভাতিজা।
জানা যায়, আরিফ ও কারিমা সকালে খেলতে বের হয়। দুই শিশুকে অনেক সময় দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আরিফ ও কারিমা সকালে খেলতে বের হয়ে পানিতে ডুবে মারা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফআর/অননিউজ