লালমনিরহাটের পাটগ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে রুজা (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নবীনগর বালাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
রুজা উপজেলার বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীনগর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে এবং বালার ডাঙ্গা গ্রামের ব্র্যাক শিশু কেন্দ্রের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে রুজাসহ তিন সহপাঠী পুকুরে গোসলে নামে। গোসলে নেমে দুই সহপাঠী উঠে আসলেও রুজা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে।
বাউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাবিউল ইসলাম মিরন বলেন, ঘটনার পর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুজন অফিসারকে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ