পুকুরে ভাসছিল ২ শিশুর লাশ, পাড়ে পড়ে ছিল আরেকজন
অনলাইন ডেস্ক।।

শরীয়তপুরে ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো বাদল সরকারের ছেলে ইমন হোসেন (৫) ও শাহ আলম বেপারির ছেলে তাউহিদ (৫)।
দুজনেই মাদবরকান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আহত শিশু জান্নাতের (৩) স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
সখিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তারা আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি পুকুরে নেমে যায়।
কিছুক্ষণ পর তারা নিখোঁজ হয়ে গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। শিশুদের কোথাও না পেয়ে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হঠাৎ পুকুরের পানিতে একটি শিশুর নিথর দেহ ভেসে ওঠে। এই দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে কান্নার রোল পড়ে যায়।
দ্রুত কয়েকজন গ্রামবাসী পুকুরে নেমে আরো একটি শিশুর মরদেহ উদ্ধার করে। ওই সময় তৃতীয় শিশু জান্নাতকে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর পুকুরের পাড়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাবর মেধা ও আবুল হোসেন জানান, শিশুরা প্রতিদিনই বাড়ির পাশে খেলাধুলা করত। মঙ্গলবারও তারা স্বাভাবিকভাবে খেলছিল।
হঠাৎ তাদের না পেয়ে সবাই দিশেহারা হয়ে পড়ে। পরে পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ এবং এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করলে গ্রামে নেমে আসে শোকের ছায়া।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক কালের কণ্ঠকে বলেন, ‘খেলতে গিয়ে তিন শিশু পুকুরে নেমেছিল। এদের মধ্যে একই পরিবারের এক শিশুর মৃত্যু এবং আরেক শিশু আহত। অন্য পরিবারের আরেক শিশুর মৃত্যু হয়েছে। জীবিত শিশু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্রঃ kaler kontho
আই/অননিউজ২৪।।