ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিলেন টলি নায়িকা নুসরাত জাহান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে নবজাতকের জন্ম হয়।
নবজাতকের ওজন ২.৯ কেজি। হাসপাতালে মায়ের কোলেই আছে পুত্র। দুজনেই সুস্থ আছেন। পাশে আছেন নুসরাতের আলোচিত কাছের মানুষ নায়ক যশ দাশগুপ্তও! খবর আনন্দবাজার পত্রিকার। আগেই নুসরাত হাসপাতাল কর্তৃপক্ষকে আবদার করেছিলেন, সন্তান জন্ম দেওয়ার সময় যেন যশকে তার সঙ্গী হিসেবে রাখা হয়। যদিও তাদের সম্পর্ক নিয়ে আজও মুখ খোলেননি কেউ!
তবে তার প্রাক্তন সঙ্গী নিখিল জৈনের নাম মুখে না তুলে আগেই বলেছিলেন, ‘দাম্পত্য জীবন বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।’
ধারণা করা হচ্ছে, নিখিল থেকে বেরিয়ে নুসরাত মন বিনিময় করেছেন যশ দাশগুপ্তর সঙ্গে।