পুরঞ্জয় মহাজন পাড়াতে বৈসাবি ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পুরঞ্জয় মহাজন পাড়াতে বৈসাবি ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় রিঝাং ক্লাবকে ২ -০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যুব ফদাংতাং ক্লাব।
সম্প্রীতি শান্তি সাম্য প্রগতি এর প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে রিঝাং যুব সংঘ ক্লাব আয়োজনে পুরঞ্জয় মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মিলন কান্তি চাকমা’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিএনপি মহালছড়ি উপজেলা শাখা কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও সাংবাদিক হলাপ্রু মারমা, সহকারি শিক্ষক উন্নয়ন খীসা, যুব উন্নয়ন অধিদপ্তর সহকারি কর্মকর্তা অংসুইচিং মারমা।
এর আগে স্থানীয় নৃত্য শিল্পীদের পরিবেশনায় পাহাড়ের জনপ্রিয় গানের নৃত্য পরিবেশনা করা হয়।
ফুটবল ফাইনাল খেলা দেখতে আসেন পাহাড়ি ও স্থানীয় বাঙালি। খেলার সময় উপস্থিতি দর্শকদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস ফুটে উঠেছে। এ বৈসাবি ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করে।
এসময় গৌতম বুদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ প্রজ্ঞ্যা জ্যোতি ভান্তে, রিঝাং ক্লাবের পরিচালনার কমিটির সভাপতি অংসাই মারমা, উজ্জ্বল চৌধুরী, সভাপতি উসাই মারমাসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।