নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পুলিশের সঙ্গে লক্ষীপুরের রামগতি উপজেলার আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় রউফ বাহিনীর ৬ সস্ত্রাসীকে আটক করে পুলিশ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। ৩ শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানে ঘটনাস্থল থেকে ৬ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর রাতের দিকে হাতিয়রে টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এফআর/অননিউজ