পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি।

স্বাধীন ঘোষ কে আহবায়ক ও নারায়ণ চন্দ্র রায় কে সদস্য সচিব করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ১০১ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র।

১৫ নভেম্বর (শনিবার) রাতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক ঝন্টু ভৌমিক (অলকেশ), প্রদীপ কুমার দে মিঠু, সুভাষ বিশ্বাস, জগদীশচন্দ্র রায়, সুমন চক্রবর্তী, এডভোকেট বিপ্লব কুমার কুন্ডু, সুদীপ্ত সাহা অ্যাপোলো, ডা: কল্লোল কুমার কুন্ডু, সুশীল রায় ধীরেশ,জয়ন্ত কুমার রায় প্রশান্ত রায়, জয়দেব রায়, তিমির কুমার বর্মন, সত্যেন রায়, প্রিয়া কুন্ডু, বিপুল চন্দ্র সাহা (ডোমার), হরিকান্ত রায় হরি (জলঢাকা) তাপস কর্মকার (ডিমলা)। ও ৮২ জনকে সদস্য করে এ কমিটি অনুমোদন দেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে আহ্বায়ক স্বাধীন ঘোষ ও সদস্য সচিব নারায়ণ চন্দ্র রায় জানান, আমাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে আমরা শতভাগ সেবা জেলা বাসিকে দিতে চাই।

আরো দেখুনঃ