সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে পরাজয়ের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল । ইকুয়েডরে চলমান দক্ষিণ আমেরিকান টুর্নামেন্টে শুক্রবার (২৭ এপ্রিল) পেরুকে ৫-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
এদিন, দলের পাঁচ ফুটবলার গোলের দেখা পান। এদিকে ক্রিশ্চিয়ান মেলোনির নেতৃত্বাধীন আর্জেন্টিনা নারী দল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পেরু অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে।
সর্বশেষ ম্যাচে পরাজয়ের পর এদিন ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিলো তারা। পেরু নারী দলের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে এদিন গোলের দেখা পান কিশি নুনেজ, মরেনা সালভো, আনেলা নিগিতো, ফ্রান্সিসকা আল্টগেল্ট এবং মার্গারিতা গিমেনেজ।
এদিকে পেরুর বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, যেখানে ০-২ গোলে পরাজিত হয়েছে তারা। শুক্রবার (২৬ এপ্রিল) দিনের অন্য ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিলও। জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। পাঁচ গোলের ম্যাচে কলম্বিয়া ৩-২ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।
এফআর/অননিউজ