পেরুল দক্ষিণে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদল কর্তৃক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লালমাই প্রতিনিধি।।

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা লালমাই উপজেলা পেরুল দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শাসন পাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন সমাবেশ অনুষ্ঠিত হয়।
পেরুল দক্ষিণ ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল বাশার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোস্তফা জামাল আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষক দল। বিশেষ অতিথি ছিলেন হাজী মামুন হুদা সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়বাদী কৃষকদল। জনাব মোঃ রফিকুল ইসলাম সভাপতি লালমাই উপজেলা জাতীয়বাদী কৃষকদল। জনাব মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক লালমাই উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল সহ অনেকে।

সঞ্চালনায় করেন মাসুদুর রহমান শিক্ষানবিশ আইনজীবী ও সদস্য সচিব বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল লালমাই উপজেলা শাখা

এই সময় কৃষকেরা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে এবং উপজেলা নেতৃবৃন্দ সমাধান লক্ষ্য কাজ করবে বলে কৃষকদের আশ্বাস দেন । সমাবেশে সময়মতো বীজ ও সার প্রদান,সূলভমূল্যে কার্যকরী কীটনাশক প্রদান, গভীর নলকূপ স্থাপন, প্রয়োজন অনুসারে খাল খনন এবং সেমিনার করে কৃষকদের প্রশিক্ষণ প্রদানের দাবি জানান প্রান্তিক কৃষকেরা।

আরো দেখুনঃ