বাংলাদেশ আওয়ামী যুবলীগের লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন করা হযেছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব এই কমিটি অনুমোদন করেন। আংশিক কমিটিতে সফিকুল ইসলাম খোকন ( পেরুল) কে সভাপতি, পেরুল দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন (সিংহরিয়া) কে সাধারণ সম্পাদক ও মাছুম বিল্লাহ মজুমদার (গজারিয়া) কে ০১নং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হলেন আবু তাহের টিটু, ইউপি সদস্য হাবিবুর রহমান, মাষ্টার নাছির উদ্দিন, একরামুল হক স্বপন (আর্মি স্বপন), যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম পারভেজ, জালাল আহমেদ, ইউপি সদস্য কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ (আর্মি সোহাগ) ও শাকেল ভুঁইয়া, কোষাধক্ষ্য আনোয়ার হোসেন। ঘোষিত কমিটির নেতারা আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা আহবায়কের নিকট জমা দিবেন।