বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফ ইউজে) এর মহাসচিব কাদের গনির সাথে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা শাখার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় গত শনিবার বিকাল ৫টা কুমিল্লা মায়ামি হোটেলে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক,এডভোকেট মোঃ রেজাউল করিম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন মিঠু,সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)কাউন্সিলর মোহাম্মদ সাখাওয়াত হাফিজ, সদস্য আহসানুজামান সোহেল সহ আরো অনেকে।