নীলফামারী পৌরসভা নিবাচনে ৭ নং ওয়াডের কমিশনার পদে প্রদীপ কুমার দে মিঠু কে চাইছে এলাকাবাসী, এলাকা বাসির দাবি কিছু পাড়া মহল্লায় এখন ও উন্নয়নের ছোঁয়া লাগেনি, নিরসন হয়নি জলাবদ্ধতা অল্প বৃষ্টি তে হাটু পানির নিচে তলিয়ে যায় জুম্মাপাড়া,উপজেলা পাড়া ও শাহি পাড়ার বেশ কিছু স্থান এ ছাড়া এলাকাগুলতে প্রধান সমস্যা বেকারত্ব।
এ সকল এলাকার মানুষ চাইছে কাজ ত্রান সাহায্য নয়। নতুন মুখ হিসেবে আশার আলো জাগিয়েছে প্রদীপ কুমার দে মিঠু। আসন্ন পৌরসভা নিবাচনে কমিশনার পদে মিঠু কে পেতে চায় এলাকা বাসী। প্রদীপ কুমার দে মিঠু জানান এলাকার উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে আমার ভূমিকা থাকবে অগ্রনি।
আয়েশা আক্তার/অননিউজ24