নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই দুর্বৃত্তরা আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায়। এসময় আনসার সদস্যদের ব্যবহৃত ১০ রাউন্ড গুলি লুটসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। হামলায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলার কুঠির ডাঙ্গা এলাকার একটি সংগঠনের লোকজনের সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান নদী খননের প্রস্তুতি নিলে স্থানীয়দের একটি পক্ষের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে ঘোষিত জাতীয় শোক দিবসের সরকারি ছুটি থাকায় খনন কাজ নিয়ে স্থানীয়রা আপত্তি তোলেন। জনরোষ এড়াতে পাউবো ওঠিকাদারি প্রতিষ্ঠান সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ বন্ধের সিদ্ধান্তের পরও সন্ধ্যার দিকে আলীম (৩৫) নামের এক ব্যক্তির নেতৃত্বে এলাকায় মাইকিং করে লোক জড়ো করা হয়। মুহূর্তের মধ্যেই কয়েকশ মানুষ সংঘবদ্ধ হয়ে কালীগঞ্জ এলাকায় অবস্থিত আনসার ক্যাম্পে হামলা চালায়। এসময় ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের থাকার ঘর, আসবাবপত্র ও সরকারি মালামাল ভাঙচুর করা হয়। একই সঙ্গে নদী খনন কাজে ব্যবহৃত ৭টি এক্সকেভেটর (ভেকু) ব্যাপকভাবে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

হামলা চলাকালীন পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "হামলায় আনসার ক্যাম্প ও খনন কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আনসারদের ১০ রাউন্ড গুলি লুট করা হয়েছে। এ ঘটনায় আমরা ডিমলা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।"
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি উন্নয়ন প্রকল্পে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com