জয়পুরহাট পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, প্রশ্ন করায় চটলেন ইজারাদার ও গরুর হাটে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা, প্রশ্ন করায় মেজাজ হারালেন ইজারাদার। এই শিরোনামে গত শনিবার (৮ জুন) কয়েকটি অনলাইন পোর্টালে
সংলাদ প্রচার করা হয়।
যা সম্পূর্ণরূপে মিথ্যা ও ভৃত্তিহীন। এমন মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জয়পুরহাট (নতুনহাট) এর ইজারাদার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ কালীচরণ আগরওয়াল।
সোমবার( ১০ জুন) দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে এ প্রতিবাদ জানান তিনি।
সে সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবলীগ নেতা চঞ্চল কুমার অধিকারী, পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব।
তিনি আরো বলেন, আমরা সাধারণত পশুর হাটের দিনে পুরো হাট তদারকি করে থাকি, অনেক ব্যস্ত সময় পার করি। এমন ব্যস্ততম সময়ে দুজন সাংবাদিক মোবাইলের ক্যামেরা চালু রেখে বারবার জিজ্ঞেস করতে থাকে, ইন্ডিয়ান গরু কি করে আসে, উত্তরে আমি বলি হাটে কোন ইন্ডিয়ান গরু নেই, বিভিন্ন খামারিরা গরুকে মোটাতাজাকরণ ঔষধ খাইয়ে তারা এমন করে, দেখতে ইন্ডিয়ান গরুর মতো দেখা যায়।
ইন্ডিয়ান গরু দেখিয়ে দিতে বললে তারা সক্ষম হয় না।
আর বাড়তি খাজনা আদায়ের তো কোন প্রশ্নই আসে না।
এমন উত্তরে তারা সন্তুষ্ট না হয়ে বারবার একই কথায় জিজ্ঞেস করতে থাকে, তখন এক সাংবাদিকের ফোনটা হাত দিয়ে নিচে রেখে দিয়ে বলি কথা বলতে হলে ফ্রি সময় আসেন।
এ সামান্য কথায় সে দুজন সাংবাদিক ক্ষিপ্ত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন মিথ্যা ও ভৃত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।
উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি।
প্রতিবান্তে" জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নতুনহাট ইজারাদার, কালীচরণ আগরওয়ালা
একে/অননিউজ২৪
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com