প্রচণ্ড গরমে স্কুলেই অসুস্থ ১৫ শিক্ষার্থী, জ্ঞান হারাল ৬ জন

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এ্যান্ড কলেজে প্রচন্ড গরমে অন্তত ১৫ জন ছাত্রছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। অসুস্থ্য ওই সকল শিক্ষার্থীকে চিকিৎসা শেষে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।

ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার জানান, সোমবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে বিদ্যালয়ের নিচতলায় ৭ম শ্রেণীর ক্লাসে গরমের কারনে অন্তত ১৫জন ছাত্রছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য শিক্ষার্থীদের মধ্যে সাহারা, রেজওয়ান, সোহাগ, শিহাব, বায়েজিদ ও অনামিকা জ্ঞান হারিয়ে ফেলে। অসুস্থ্য হওয়ার পর ইতনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকে ডেকে এনে চিকিৎসা সেবা দেয়া হয়। শিক্ষার্থীরা একটু সুস্থ্য হলে তাদের অভিভাবকদের ডেকে এনে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এদিকে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচন্ড গরমের কারণে সকাল সাড়ে ১০টা থেকেই ইতনা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ্যতাবোধ করছিলো। বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ে।

নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রচন্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে স্কুল একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

এফআর/অননিউজ

আরো দেখুনঃ