প্রতিবন্ধীরা দেশ বা সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলে সম্পদে পরিণত করতে হবে বলেছেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডঃ গাজী হাসান কামাল। তিনি আরো বলেন, তাদেরকে অবহেলার দৃষ্টিতে না দেখে সহযোগিতার হাত নিয়ে তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে।
তাদেরকে সম্পদে পরিণত করতে পারলে দেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে। সোমবার (১৫নভেম্বর) সকালে ইউএনডিপির সহায়তায় প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের ১০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।
প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ রতন, সাবেক কাউন্সিলর মোঃ শরাফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এএইচএম মোতালেব।
দশ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণে ৩০ জন প্রতিবন্ধী ও তার পরিবারের সদস্যরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে মারজিয়া আক্তার সোমা আক্তার দায়িত্ব পালন করবেন। প্রশিক্ষণ সমন্বয়ের দায়িত্বে রয়েছেন প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহাদাত সারোয়ার।
আয়েশা আক্তার/অননিউজ24