‘অর্ন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
নড়াইল জেলা প্রশাসন ও সমাজ সেবা আধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অধিপ্তর নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে সংক্ষিপ্তভাবে
দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া
শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম সরকার,পৌর সমাজ সেবা অফিসার সুজাউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রতিবন্ধী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৩০টি হুইল চেয়ার, ৩টি কর্ণার চেয়ার, ১টি ট্রাই-সাইকেল ও একটি ওয়াকার বিতরণ করা
হয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com