মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা,(ফরিদপুর)।।
‘ প্রতিষ্ঠা বার্ষিকীতে অঙ্গিকার করতেছি আমরা আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করব’ বলে মন্তব্য করেছেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা ।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভাঙ্গা সরকারি হাসপাতালের পাশে বালুর মাঠ প্রাঙ্গণে শনিবার সকালে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
আইয়ুব মোল্লা, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই কঠোর আন্দোলনের নির্দেশনা দেবেন, আমরা আন্দোলন সফল করতে সব নেতাকর্মী ঐকবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ব।’
পরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা করেন তিনি।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ.ওয়াদুদ, শহিদুল ইসলাম বিটু, যুগ্ম আহ্বায়ক ওসমান মুন্সি,উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সি,সাধারন সম্পাদক খন্দকার আব্দুস সামাদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর,উপজেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক সোহেল ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের যুগ্মসম্পাদক শেখ কামরুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সদরুজ্জামান নফিজ,শফিকুল ইসলাম পলাশ,উপজেলা শ্রমিক নেতা আক্তার মুন্সি প্রমুখ।