ঢাকাস্থ ইসলামপুরবাসীর উদ্যোগে প্রত্যাশিত ইসলামপুর, কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে–সম্প্রীতি শীর্ষক এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ঢাকা রমনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত জমালপুর ২ আসনে এমপি প্রার্থী ড. মোঃ ছামিউল হক ফারুকী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব (অব.) আলহাজ্ব মো: আমানুল্লাহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানার সভাপতি আবুসাইদ মু: মিন্টু সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী আসন পরিচালক, জামালপুর–২ (ইসলামপুর) মোঃ আমজাদ হোসেন, নির্বাচনী আসন কমিটির সদস্য মোঃ আলী হোসেন, গ্লোব ফার্মাসিটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ হাসিনুর রহমান চৌধুরী,
বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক,ডা. জাহাঙ্গীর আলম,মশিউর রহমান বাদলসাবেক চেয়ারম্যান, নোয়ার পাড়া ইউপি, ইসলামপুর জামালপুর,
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অব:)
মোঃ শাহজাহান, ইসলামী ব্যাংক অব বাংলাদেশ সেন্ট্রাল শরিয়াহ বোর্ড এর ভাইস প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম,ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক (শিবলী ) প্রমুখ।