নীলফামারীতে ৫১ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর । মঙ্গলবার (২৫ অক্টোবর) লক্ষীচাপ ইউনিয়নের দুবাছুরি গ্রামে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
সদর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ঘর বিতরণের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনজুরুল মোর্শেদ তালকু প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।