নীলফামারী ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে পারঘাট বাজারে অসহায় দুস্থ গরিবদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মাণে, স্থানীয় একটি সিন্ডিকেট মাটি ভরাট কাজ না পেয়ে ও নিজ স্বার্থ হাসিল করতে না পেরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে উসকে দিয়ে এলাকায় কাজের পরিবেশ বাধাগ্রস্ত করছে , সেই সাথে চাঁদা বাজিতে আগ্রহী করে তুলার অভিযোগ উঠেছে আলমগীর গং এর বিরুদ্ধে । স্থানীয়রা জানায়, প্রতিরাতে মাদক সেবিরা এসব এলাকায় মাদক সেবন করে প্রকল্প এলাকায় হৈচৈ করে ও মুখের ভাষা খারাপ করে গালি গালাজ করে।
ডোমার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোঃ মোহাইমিনুল হক বলেন দুর্যোগ সহনীয় বাস গৃহ নির্মাণে এক একটি গৃহ ১ লক্ষ ৭১ হাজার টাকা খরচ হবে,আমরা ৩০ টি গৃহ নির্মাণ করব এখানে, মাটি ভরাটের কাজ শুরু হয়েছে এ অবস্থায় একটি সিন্ডিকেট আমার কাছে চাঁদা দাবি করে বিভিন্নরকম হুমকি ধমকি দিচ্ছে।
এ বিষয়ে ডোমার উপজেলা নিবাহী অফিসার শাহিনা শবনম জানান,বিষয় গুল ক্ষতিয়ে দেখা হচ্ছে। বিশেষ সুবিধা না পেয়ে একটি পক্ষ সরকারের উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টি করছে, আমরা এ বিষয়ে জেলা প্রশাসক সহ উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আইনের কাজ আইন করবে, মামলার প্রস্তুতি চলছে মামলা হলে নাম সহ বিস্তারিত দেয়া হবে । এর আগেও দুর্যোগ সহনীয় গৃহনির্মাণে বিএনপি জামায়াত সিন্ডিকেডটি একই কাজ করেছিল।
তারা প্রধান মন্ত্রীর এই প্রকল্পগুলো বাধাগ্রস্ত ও অপপ্রচার চালানোর মিশনে নেমেছে। নদীর মাটি সরকারী উন্নয়ন প্রকল্পে ব্যবহার হছে, উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা যাবে এমন নীতিমালা রয়েছে। এলাকার এক বড় ভাই ২ টি প্রকল্পের কাজ না করে কাজের বিল দাবি করেছেন, কাজ শেষ না হলে আমি বিল দিতে পারব না বলে জানিয়েছি। তারাই একত্রিত হয়ে এসব কর্মকাণ্ড আবার শুরু করেছে।