জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে পৌরসভার উদ্যোগে প্রায় ৩ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোমবার (১৬ জানুয়ারী) দুপুরে পৌছে এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসব কম্বল বিতরণ করা হয়।
পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি উপজেলা নির্বাহি অফিসার বরমান হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক অত্র পৌর এলাকার কাউন্সিলরেরাসহ অনেকেই।