সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে ফেনীর সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা আ.লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বিআরডিবির চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসারেফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরুল আফছার, সহসভাপতি দাউদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আবদুল হাই মিস্টার ও আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাসেল প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাও. ওমর ফারুক।
এফআর/অননিউজ