খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে নিয়ে কর্মক্ষম জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানসম্পদে রুপান্তের লক্ষ্যে জেলা পযার্য়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ সেপ্টেম্বর ২০২৩) সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিত করণ কর্মশালা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব( ঝঊওচ) প্রকল্পের নির্বাহী পরিচালক ফাতেমা রহিম ভীনা।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মংসার্কেলে চীফ সাচিংপ্রু চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব আছমা আরা বেগম, অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান।
প্রধান অতিথি বলেন, আগামী ১০ বছরে মধ্যে বিশ্ব বাজারের কি ধরনে চাহিদা হবে সে লক্ষ্য হাতে নিয়ে প্রশিক্ষণার্থীকে সে ভাবেই গড়ে তোলতে পারলে আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি আরো বলেন, মানুষ যেকোনো একটি ভালো প্রশিক্ষণ নিয়ে প্রলিক্ষণ লব্দজ্ঞানকে দক্ষতার সাথে কাজে লাগিয়ে জীবন মান বদলে দিতে পারে। একজন কর্মদক্ষ সফল ব্যক্তি সামাজিক অবস্থা মান অন্যের চেয়ে আলাদা সমান পায়।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তলে কর্মাকর্তা বৃন্দ, প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পর্যায়ে নেতৃবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ