ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশার প্রায় সবটাই পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের ৯ ম্যাচে মাত্র ২ জয়ে সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে সাকিব বাহিনী। সবমিলিয়ে এবারের আসরে ব্যর্থতার ষোলকলাই পূরণ করে ফেলেছে লাল সবুজের প্রতিনিধিরা।
বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই আলোচনায় রয়েছে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেল। ভরাডুবির দায়ে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বের এই প্যানেলকে কাঠগড়ায় তোলা হচ্ছে। এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে নান্নুর চুক্তি। জানা গিয়েছে নতুন করে তার চুক্তি আর বাড়ানো হচ্ছে না।
গুঞ্জন রয়েছে হাবিবুল বাশার সুমনেরও না থাকা নিয়ে। তবে টিকে যেতে পারেন আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক। সেক্ষেত্রে নতুন নির্বাচক হওয়ার আলোচনায় রয়েছে বেশ কিছু নাম। গুঞ্জন রয়েছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে নিয়েও। তবে প্রস্তাব পেলেও এই মুহূর্তে নির্বাচক হতে চান না পাইলট।
এই পদের জন্য পাইলট কতটা আগ্রহী? দেশের প্রথমসারির এক সংবাদমাধ্যমের পক্ষ হতে তার সঙ্গে যোগাযোগ করা হলে অবশ্য এক বাক্যেই জানিয়ে দেন এই মুহূর্তে তার জন্য এই চাকরি করা কঠিন। মূলত পারিবারিক কারণেই বিসিবির প্রস্তাব আসলেও করতে পারবেন না সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান।
পাইলট বলেন, বেশ কিছু সমস্যা আছে। এই মুহূর্তে করা সম্ভব নয় আমার জন্য। প্রস্তাব আসলেও করাটা হয়ে উঠবে না। কারণ আমার মা অসুস্থ, বেশিরভাগ সময় আমার রাজশাহীতে থাকতে হয়। এটাই কারণ, কেননা সিলেক্টর একটা গুরুত্বপূর্ণ চাকরি। সারাক্ষণ মাঠে মাঠে সময় দিতে হবে। মায়ের পাশে থাকার কারণে সময় বের করা কঠিন হয়ে যাবে।'
নির্বাচক হতে আগ্রহী নন কি ঠিক এই একটা কারণেই। পাইলটের জবাব, 'অবশ্যই এটা অনেক সম্মানের চাকরি। কিন্তু এই মুহূর্তে সম্ভব না, সিলেক্টরের চাকরি হয়ত ১০ বছর পরেও পেতে পারি। কিন্তু মাকে তো আর পাবো না।'
আপনি নতুন সিলেক্টর হিসেবে কাদের দেখতে চান বা কেমন লোক দেখতে চান। এমন প্রশ্নে পাইলট বলেন, 'দেখতে চাই অবশ্যই যে মাঠে মাঠে খেলা দেখবে। ক্রিয়েটিভ লোক চাই, আইডিয়া থাকতে হবে। কোথা থেকে আনতে হবে খেলোয়াড় কষ্ট করবে এমন। সৎ থাকবে দেশের জন্য এমন লোক চাই।'
এফআর/অননিউজ