প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিয়ালি (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী ও সংগীত শিল্পী নিহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদরের বাশভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পিয়ালি অধিকারী নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বীরেন অধিকারীর কন্যা।
পিয়ালির বাবা বীরেন অধিকারী জানান, প্রতিদিনের মতো তার মেয়ে সকালে বাড়ি থেকে ৫ কিঃমিঃ দূরে নড়াইল শহরে এসে প্রাইভেট পড়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাশভিটা এলাকায় গেলে তার কামিজের কাপড় ইজিবাইকের মোটরের সাথে জড়িয়ে গেলে গুরুতর জখম হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে পিয়ালীর মৃত্যুর ঘটনায় নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মকর্তাবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী বছরের সম্ভাব্য ফেব্রæয়ারী মাসে এসএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নড়াইল সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম পিয়ালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। #