আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় গণনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে চলিত মাসের তৃতীয় সপ্তাহে প্রাক পরিস্থিতি পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ। শুক্রবার (০৩ নভেম্বর) ইসির একাধিক উর্ধতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করতে পারে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচনি পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা নভেম্বরের তৃতীয় সপ্তাহে একটি প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠানোর কথা বলেছে। আশাকরি, তারা নির্বাচন পর্যবেক্ষণেও আসবে।
এর আগে ইউরোপিয় ইউনিয়নও (ইইউ) প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ টিম পাঠিয়েছিল। তারা পরবর্তীতে পূর্ণাঙ্গ টিম না পাঠিয়ে ছোট টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন আহ্বান করেছে ইসি। এক্ষেত্রে আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি।
এফআর/অননিউজ