প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নড়াইলে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুলাই) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সভায় প্রধান বক্ত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেহাস মোঃ রবিউল ইসলাম। নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রনতোষ দাস, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল বাশার প্রমুখ।

বক্তারা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করনীয় সে বিষয়ে আলোচনা করেন। অবিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশুনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অবিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়। সভায় জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, সদর উপজেলার ১ শত ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ