ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) আপিল শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, আমি নির্বাচন কমিশনের ওপর নিরাশার কথা বলেছিলাম। কিন্তু প্রার্থিতা ফিরে পেয় এখন আস্থা তৈরি হলো। এর আগে, ১৮ জুন যাচাই-বাছাই শেষে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে ২০ জুন তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
এদিকে হিরো আলম পাশাপাশি আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান। তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া এবং আসাদুজ্জামান জালাল প্রার্থিতা ফিরে পাননি।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭ জুলাই আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com