ভারতের নয়া দিল্লির এ্যরোসিটির প্রাইড প্লাজা হোটেলে অনুষ্ঠিত ১৪ তম বিশ্ব অর্থনৈতিক শীর্ষ সম্মেলন ‘প্রিয়দর্শিনী’ অ্যাওয়ার্ড পেয়েছেন ‘আরআর লাইফস্টাইল’ এর সত্বাধিকারী ব্যারিস্টার বেনজির আলম অনন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকারের দ্বিতীয় কন্যা।
বৈশ্বিক সুযোগে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ‘ফরটিন গ্লোবাল ইকোনোমিক সামিট অ্যান্ড এক্সিবিশন’-এ প্রধান অতিথি ছিলেন, ভারতের সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গাডকারি। তিনি ‘প্রিয়দর্শিনী’ অ্যাওয়ার্ড প্রাপ্ত ‘আরআর লাইফস্টাইল’ এর সত্বাধিকারী ব্যারিস্টার বেনজির আলম অননের হাতে ‘প্রিয়দর্শিনী’ অ্যাওয়ার্ড তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উত্তর প্রদেশের এএফটি ইউনিভার্সিটি অফ মিডিয়া অ্যান্ড আর্ট নদিয়ার প্রতিষ্ঠাতা উপাচার্য সন্দীপ মারওয়াহ। সম্মতিসূচক ধন্যবাদ জ্ঞাপন করেন, ফেডারেশন অব ইন্ডিয়ান উইমেন এন্ট্রিপ্রিনিয়র্স (এফআইডবিøউই) এর মিস রুপালী গুপ্তা।
ফেডারেশন অব ইন্ডিয়ান উইমেন এন্ট্রিপ্রিনিয়র্স (এফআইডবিøউই) ২ দিনব্যাপী এ সামিটের আয়োজন করে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ১৯৯৫ সাল থেকে নির্বাচিত নারীদের যৌথভাবে এ অ্যাওয়ার্ড দিয়ে আসছে ভারতের এমএসএমই মন্ত্রণালয় এবং এফআইডব্লিউই।
এফআর/অননিউজ