নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রেমিকার টিকটক আইডি উদ্ধারকে কেন্দ্র করে এক প্রেমিকের ছুরিকাঘাতে আরেক প্রেমিক শরিফ মিয়া নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ মে) দুপুরে মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অভিযুক্ত প্রেমিক উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে শাকিল। জানা গেছে, মঙ্গলবার (১৬ মে) বিকেলে ৮ম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকার টিকটক আইডিকে কেন্দ্র করে উপজেলার চন্দনপুর গ্রামে প্রেমিক শাকিলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আরেক প্রেমিক শরিফ মিয়া। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কাপাসিয়ায় তার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এফআর/অননিউজ