ভারতীয় তরুনের সাথে প্রেমের টানে অবৈধপথে ভারতে পাড়ি জমানোর উদ্দেশ্যে বাগেরহাট থেকে দিনাজপুরের হিলি সীমান্তে আসা (১৮) তরুনীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল শনিবার রাতেই তাকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়,রাতেই তারা বাগেরহাটের উদ্দেশ্যে হিলি ছেড়ে যান।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, বাগেরহাটের রামপাল এলাকার এক তরুনি ভারতের মালদহ এলাকার কিরন নামের এক ছেলের সাথে ইন্টারনেটের মাধ্যমে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন। এনিয়ে পরিবারের সাথে রাগ করে ভারতে সেই ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে শুক্রবার রাতে হিলিতে আসে। পরে হিলির স্থানীয় একটি আবাসিক হোটেলে সে রাত্রিযাপনের জন্য উঠে। তার চিন্তা ছিল সে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ওই ছেলের নিকট চলে যাবে। আমরা খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ওই আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করি। পরে তার অভিভাবককে খবর দেওয়া হয়, তারা শনিবার রাতে থানায় হাজির হলে প্রক্রিয়া শেষে তাকে তার অভিভাবকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
সাইফুল সুমন/অননিউজ24