প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ে ৪টি ফার্মেসিকে জরিমানা
কুমিল্লা প্রতিনিধি ।।
কুমিল্লা নগরীতে প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ে ৪টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা রবিবার নগরীর রাজগঞ্জ ও ছাতিপট্টি এলাকায় এই জরিমানা করেন।
কে.ডি রায় ফার্মেসি ও সাহা মেডিকেল হলসহ ৪ টি ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আনুমানিক ৩০ হাজার টাকার বিক্রয় ও সংরক্ষণ নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।
এ সময় অভিযানে ঔষধ প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ দায়ের করেন ঔষধ তত্ত্বাবধায়ক মো: শাহজালাল ভূইয়া।
মো: শাহজালাল ভূইয়া বলেন,বিক্রয় নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় প্রভৃতি অপরাধের কারণে রাজগঞ্জ ও ছাতিপট্টি এলাকায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
ফার্মেসিগুলোতে ফার্মাসিস্টের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা, নকল-ভেজাল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ করা ও সঠিক তাপমাত্রায় ঔষধের সংরক্ষণ নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করা হয়।
আই/অননিউজ২৪।।