খাগড়াছড়ি প্রতিনিধি।।
জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউপির বড়পিলাক বাজারের প্লট বরাদ্ধের নামে টাকা আত্মসাত, ধারক দেয়াল নির্মাণের কাজ শেষ না করে টাকা উত্তোলনের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এসময় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আনোয়ার হোসেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, তার বাবা হারিছ মিয়া এলাকার জীবনমান উন্নয়নের জন্য গুইমারা বড়পিলাক এলাকায় বাজার ফান্ড প্রশাসককে দুই একর জমি দান করেন। অথচ হাফছড়ি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার সানাউল্লাহ সম্পূর্ণ নিয়মবর্হিভুতভাবে রশিদের মাধ্যমে প্রতিজনের কাজ থেকে এক লাখ টাকা করে আদায় করে ২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অনেকের কাছ থেকে টাকা নিয়ে প্লট বরাদ্দ দেননি তিনি। অথচ বাজার স্থাপনের নামে ১ কোটি ৬০ লাখ টাকা বাজার ফান্ড কর্তৃপক্ষ এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে ঘুষ ও চাঁদা দিয়েছেন বলে দাবী করছেন। অবশ্য কথা বলার জন্য ইউপি সদস্য সানাউল্লাহকে মোবাইলে পাওয়া যায়নি।
আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনোয়ার হোসেন, বাবুল মিয়া, মোকতার আলী, ইসমাইল হোসেন,শুকুর আলী উপস্থিত ছিলেন।