মাসব্যাপী সাংগঠনিক কর্মস‚চির অংশ হিসেবে শোকাবহ আগস্টের প্রথম দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর নেতৃত্বে সোমবার (১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকলের আত্মার মাগফেরাত এর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, উপ-দপ্তর সম্পাদক আবুল কাশেম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সরোয়ার উদ্দীন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আবুল বশর, কার্যনির্বাহী সদস্য জালাল উদ্দীন, শাহাবুদ্দীন, আব্দুল হামিদ, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, উপজেলা কৃষকলীগ সভাপতি নুর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একে আজাদ বাবুল, ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।