ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দীর্ঘদিন বেদখলে থাকা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, বিআরডিভির উপ-পরিচালক দুলালী ধর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা আক্তার, বিআরডিবির চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার।
উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এসময় অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। ত্রিশাল থানা পুলিশ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করে।