ফরিদপুরে পুলিশি বাধায় বিএনপির গণ-মিছিল পণ্ড হয়ে গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে শহরের কাঠপট্টি সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া ফরিদপুর প্রেস ক্লাব, কোর্ট চত্তর ও জেনারেল হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।
জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড.মোদারেস আলী ইশা বলেন, সকালে কাঠপট্টি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা সমবেত হন। দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাব অভিমুখে গণ-মিছিল বের করার চেষ্টা করা হয়। কয়েক কদম এগোলে পুলিশ বেরিকেড দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এই প্রতিবেদককে অভিযোগ করে বলেন, গণমিছিলের আগের রাতে ১০-১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতে নেতা-কর্মিদের বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি করে পুলিশ। মিছিলে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.কিবরিয়া স্বপন বলেন, গণ-মিছিল আমাদের গণতান্ত্রিক অধিকার৷ যারা বাধা দিচ্ছে আমরা তাদের ধিক্কার জানাই।
এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com