নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা নগরীর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরিদা বিদ্যায়তনের সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করছেন আবুল হোসেন মজুমদার দুলাল।
গতকাল বুধবার (১৫ নবেম্বর) সকালে তিনি ওইপদে যোগদান করেন। এসময় প্রধান শিক্ষক হানিফ মজুমদার সহ অনান্য শিক্ষকবৃন্দ তাকে ফুলেল শুভেচছা জানান।
আবুল হোসেন মজুমদার দুলাল দীর্ঘদিন সদর উপজেলার হাসমতেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পদে কর্মরত ছিলেন। কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির আস্থাভাজন দুলাল মাষ্টার নগরী ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ওই ওয়ার্ডের পাঠানকোট গ্রামের আবদুল আজিজ মজুমদারের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও পুত্র সন্তানের জনক।
দুলাল মাষ্টার এক প্রতিক্রিয়ায় বলেন, ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ঐতিহ্য বজায় রাখতে ও সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করবেন। এছাড়াও তিন কুমিল্লার শিক্ষা পরিবারের অভিভাবক কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এফআর/অননিউজ