ফিউচার সোসাইটির সকল সদস্যদের নিয়ে ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩রা মার্চ) বুধবার কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার হোটেল টাইমস স্কয়ারে ফিউচার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সহকারী অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু'র স্বাগত বক্তব্যের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যকালে তিনি বলেন, চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে ফিউচার সোসাইটি একঝাঁক তরুণদের নিয়ে সংগঠিত হয়েছে। সমাজে অনাচার,অবিচার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমারা সোচ্চার। আমাদের সমাজকে আমরা সাজাবো গোছাবো এইহোক আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফিউচার সোসাইটির অর্থ উপকমিটি ও কার্যকারী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার এ কে এম সালাউদ্দিন বলেন, ফিউচার সোসাইটি সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে। আমরা সত্যর উপর ভিত্তি করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো। ইনশাআল্লাহ ফিউচার সোসাইটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করবে।
সংগঠনের প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল কাদের বলেন, আমরা সকলে কাঁদে কাদ মিলিয়ে সংঠনকে এগিয়ে নিয়ে যাব। তাছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জামিয়া রহমানির মিয়া বাজার মাদ্রাসার শিক্ষক ইউসুফ রহমানী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেলাল উদ্দিন।
ফিউচার সোসাইটি ১লা অক্টোবর ২০২১ সালে রেমিট্যান্স যুদ্ধা ওমান প্রবাসী মুজিবুল হক এবং সহকারী অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু’র হাত ধরে প্রতিষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রনি মির্জা, সাধারণ সম্পাদক আবুল কালাম, আব্দুল হাই মেম্বার, ব্যাংক হোল্ডার ফারুক আহমেদ,সহ-সাধারণ সম্পাদক ও ব্যাংক হোল্ডার আবু বকর সিদ্দিক নোমান ব্যাংক হোল্ডার জনাব রহমত উল্লাহ বাবু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আমান উল্লাহ সহ আরো বিভিন্ন অতিথিবৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ