ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে ন্যাশনাল কোয়ালিশন পাটি জয়লাভ করেছে। ৩ এপ্রিল রাতে ভোট গণনা প্রক্রিয়া শেষ করার পর এ ফলাফল ঘোষণা করা হয়। খবর এএফপি’র।
পেটেরি অর্পোর নেতৃত্বে বিজয়ী দল নতুন পার্লামেন্টে ২০০টির মধ্যে ৪৮টি আসন পেয়েছে। তারা ভোট পেয়েছে ২০.৮ শতাংশ। ২০.১ শতাংশ ভোট পেয়ে রিকা পুরার নেতৃত্বাধীন ফিনস দল দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং তারা আসন পেয়েছে ৪৬টি।
এদিকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সোশ্যাল ডেমোক্রেটিক দল ৪৩টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। তারা ভোট পেয়েছে ১৯.৯ শতাংশ।
ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন ২ এপ্রিল অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৭১.৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সূত্র: বাসস
ফরহাদ/অননিউজ