সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফিলিস্তিনে মুলমানদের ওপর ইহুদি রাষ্ট্র ইসরাইলের হামলার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশ করা হয়। সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সোনাগাজী আইম্মা পরিষদের সভাপতি মা. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাও. মুফতি নিজাম উদ্দিন, মুফতি আহসান উল্যাহ কাসেমী, মাও. মুফতি আবদুল হালিম, বাদশা মিয়া জামে মসজিদের খতিব মাও. আবুল কাসেম, সোনাগাজী হাসপাতাল জামে মসজিদের খতিব মাও. একরামুল হক, শেখ পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাও. গিয়াস উদ্দিন ও হাফেজ মাও. নূরুল আলম প্রমুখ।
এফআর/অননিউজ